ইমাম খাইর, সিবিএনঃ
পর্যটন নগরী কক্সবাজারের পাঞ্জাবী ও শেরওয়ানীর প্রিমিয়াম ব্রান্ড প্রতিষ্ঠান “আম্মাজান” এখন চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক শহর সাতকানিয়ার কেরানীহাটে।

রবিবার (২২ জানুয়ারি) দুপুরে কেরানীহাট নিউ মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির তৃতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ আহমাদুল্লাহ ও শায়েখ আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

উদ্বোধনের পর তারা প্রতিষ্ঠানে পসরা সাজিয়ে রাখা হরেক ডিজাইনের পাঞ্জাবী, শেরওয়ানী ঘুরে দেখেন এবং পোশাকের মান দেখে প্রশংসা করেন।

আম্মাজানের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আগত অতিথি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খ্যাতনামা এই দুই স্কলার। এরপর তারা আম্মাজানের নবযাত্রার সফলতা কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন।

এ সময় সাতকানিয়া কেওঁচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান গনি, অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আমিনুল ইসলাম হাসান, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মুসা কলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম. শাহ আলম, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের যুগ্ম সম্পাদক খালেদ ওমর রানা, কার্যনির্বাহী সদস্য আবুল কালামসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাঞ্জাবী ও শেরওয়ানীর প্রিমিয়াম ব্রান্ড “আম্মাজান” কক্সবাজার শহরের বাজারঘাটা মসজিদ রোডে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি গুনেমানে গ্রাহকদের সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে।