বার্তা পরিবেশক
কক্সবাজারে ঈদগাঁও উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা আদালতের সিনিয়র আইনজীবি এবং চৌফলদন্ডীর কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা এড. আবুল কালাম আজাদ (এজিপি)।
কক্সবাজারের কৃতিসন্তান সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের মোতোয়াল্লি মোস্তাক আহমদ চৌধুরী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদের সুপারিশে ২২ জানুয়ারি ইসলামি আরবী বিশ^বিদ্যালয় থেকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
এড. আবুল কালাম আজাদ কক্সবাজারের একজন স্বনামধন্য আইনজীবি। তিনি চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও তৎকালীন কক্সবাজার সাংগঠনিক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ঐতিহ্যবাহী ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি মনোনিত করায় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দিত হয়েছেন। সবার প্রত্যাশা বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে।
দায়িত্ব অর্পণ করায় মোস্তাক আহমদ চৌধুরী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তিনি তার উপর অর্পিত অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।