প্রেস বিজ্ঞপ্তি:

২৬ জানুয়ারী বৃহস্পতিবার মহেশখালী উপজেলার বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে কক্সবাজার ভিত্তিক মানবিক ও সামাজিক সংগঠন আস্থা ও আস্থা ফাউন্ডেশন।

সাধারণ সদস্য জনাব মোঃ সালাউদ্দিনের কুরআন থেকে তেলওয়াত ও এডভোকেট দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব আশেক উল্লাহ রফিক -এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জনাব এ এফ এম শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বাবু ভবরঞ্জন দাশ, শিক্ষাবিদ জনাব হুমায়ুন কবির আজাদ, প্রেস ক্লাব সভাপতি জনাব আবুল বাশার পারভেজ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জনাব সালামত উল্লাহ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, সম্মানিত সাংবাদিকবৃন্দ,অভিবাবকবৃন্দ ও আস্থার সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ আস্থার কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষাবান্ধব উদ্যোগের কথা উল্লেখ করেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাথমিক শিক্ষা জাতীয়করনের কথা স্মরন করেন। এ সময় এমপি মহোদয় আস্থার কাজে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে মাননীয় সাংসদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কোমলমতি শিশুদের সাথে মত বিনিময় করেন ও নিজ হাতে ব্যাগ বিতরণ করেন। এসময় শিক্ষার্থীদের সাথে ফটোশুট করেন মাননীয় প্রধান অতিথি।