রামু প্রতিনিধি:
রামু সরকারি কলেজে সাড়ম্বরে পালিত হলো শ্রী শ্রী বাণী অর্চনা। কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বৃহষ্পতিবার (২৬ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে শ্রী শ্রী বাণী অর্চনা পালনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কলেজের শিক্ষার্থী ছাড়াও বিশিষ্টজনরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। সকালে কলেজ প্রাঙ্গনে পূজা পরিদর্শনে যান- কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
পরিদর্শনকালে এমপি কমল বলেন- বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখন্ডে সব ধর্মের মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। হাজার বছরের এ সম্প্রীতি ধরে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
মহতী এ ধর্মীয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, কলেজের শিক্ষক মানসী বড়ুয়া, দিবস বৈদ্য ও মোবারক হোসেন, সংগীত শিল্পী মিনা মল্লিক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা ২০২৩ উদযাপন পরিষদের সভাপতি তৃনা পাল, সাধারণ সম্পাদক কিন্নর সরকার পায়েল, অর্থ সম্পাদক আকাশ কান্তি দে প্রমূখ।
শ্রী শ্রী বাণী অর্চনা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো- সকালে মাঙ্গলিক কার্য, মায়ের চরনে পুষ্পাঞ্জলি নিবেদন, গীতা পাঠ প্রতিযোগিতা এবং দুপুরে প্রসাদ বিতরণ। বিকালে কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রামু সরকারি কলেজ শ্রী শ্রী বাণী অর্চনা ২০২৩ উদযাপন পরিষদের সভাপতি তৃনা পাল, সাধারণ সম্পাদক কিন্নর সরকার পায়েল জানান- কলেজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এবার অতীতের চেয়ে সাড়ম্বরে শ্রী শ্রী বাণী অর্চণা উদযাপন করা হয়েছে। এজন্য তারা কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আরো জানান- শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে কক্সবাজার সমুদ্র সৈকত লাবনী পয়েন্টে শ্রী শ্রী সরস্বতী মায়ের বির্সজনের মাধ্যমে বাণী অর্চনা সম্পন্ন করা হবে।
রামু সরকারি কলেজে বাণী অর্চনা পরিদর্শনে এমপি কমল
