নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের বিভিন্ন এলাকায় ভুয়া কাজির অবাধ বিচরণ বেড়েছে। নিজ এলাকার বাইরে গিয়ে বিধি বহির্ভূতভাবে বিবাহ নিবন্ধন করা হচ্ছে। কাজি নয়, এমন লোকও বিভিন্ন আবাসিক হোটেল ও বাসা বাড়িতে গিয়ে গোপন বিয়ে পড়াচ্ছে। ইতোমধ্যে এরকম ভুয়া কাজি আটক ও বালাম জব্দ করেছে পুলিশ। এতে প্রকৃত কাজিদের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও প্রতারিত হচ্ছে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার্ড কল্যাণ সমিতি কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব কাজি মাওলানা শাহাদাতুল ইসলাম বলেন, তালিকাভুক্ত কাজি নয়, এমন কিছু ব্যক্তি বিবাহ নিবন্ধনের অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা বিস্তারিত তথ্য নিচ্ছি। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
কাজির নামে প্রতারণা বন্ধ করতে ‘টাউট-বাটপার নির্মূল কমিটি’ গঠন করবেন বলেও জানান কাজি মাওলানা শাহাদাতুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক কাজি মাওলানা সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক বলেন, ভুয়া কাজির মাধ্যমে বিবাহ নিবন্ধন করলে ভবিষ্যৎ প্রজন্ম জটিলতায় পড়বে। এতে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম বলেন, এরকম কোন ব্যক্তির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাই নি। খোঁজ খবর নিচ্ছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।