সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌর এলাকার ঐতিহ্যবাহী মহল্লা বাহারছড়ার প্রবীণ মুরুব্বী, বাহারছড়া নবজাগরণ সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য জামাল হোসেন (মিস্ত্রী) গতকাল শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার কন্যা, চার পুত্রসহ অনেক আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর নামাজে জানাযা আজ জোহরের নামাজের পর বাহারছড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
জামাল হোসেন (মিস্ত্রী) এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাহারছড়া নবজাগরণ সমিতির পক্ষে সভাপতি নুর মোহাম্মদ (পৌর কাউন্সিলর) ও সাধারণ সম্পাদক জিয়াউল হক রানা। আরো শোক জানিয়েছেন সাবেক সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত, সমাজসেবী কামরুল ইসলাম কাজল ও নুরুল হক (কণ্ট্রাকটার)।