ইমাম খাইর, সিবিএনঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চমৎকার কৃতিত্ব দেখিয়েছে সাংবাদিকপুত্র ইনতেছার মোনতাকিম রুহিদ।
সে ক্রীড়া বিভাগের ৪ ইভেন্টে অংশগ্রহণ করে চারটিতেই কৃতিত্ব দেখিয়েছে। তারমধ্যে ১০০ মিটার দৌঁড় ও বস্তাদৌঁড় প্রতিযোগিতায় প্রথম, দীর্ঘ লাফে ৩য় ও মেধা স্মৃতি পরীক্ষায় ২য় স্থান করেছে।
রুহিদ চতুর্থ শ্রেণীর জিনিয়া শাখার ছাত্র এবং সাংবাদিক এম মনছুর আলমের কনিষ্ঠ ছেলে।
শ্রেণিভিত্তিক ফলাফলেও রুহিদের পারফরমেন্স যথেষ্ট সন্তোষজনক।
ছেলের চূড়ান্ত ফলাফলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক এম মনছুর আলম।