এম. রিদুয়ানুল হক, চকরিয়াঃ
চকরিয়া উপজেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক এম. রিদুয়ানুল হকের চাচা, বদরখালীর কৃতি সন্তান অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ্ব ডা. এস এম শামসুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এস এম শামসুল আলম বদরখালী ২নং ব্লক কুতুব দিয়া পাড়া নিবাসী মৃত আব্দুল করিমের ছোট ছেলে।
বর্তমানে তিনি কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা সংলগ্ন রুমালিয়াছডার বাসিন্দা।
তার নামাজে জানাজা আজ রাত ১০ টায় কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
তিনি সাবেক সিভিল সার্জন, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন), দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক।
তিনি বদরখালীর প্রথম এমবিবিএস ডাক্তার ছিলেন।
ব্যক্তিগত জীবনে সৎ, সদালাপী, ধার্মিক ও দানবীর ব্যক্তি ছিলেন ডা. এস এম শামসুল আলম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি একপুত্র, দুই কন্যা সন্তানের জনক।
মরহুমের দুই মেয়ে এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তাঁর বড় ছেলে গ্রামীণফোন হেড অফিসের ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।
উল্লেখ্য, ডা. শামসুল আলমের বড় ভাই অর্থাৎ সাংবাদিক এম. রিদুয়ানুল হকের পিতা আলহাজ্ব মাওলানা সৈয়দ আহমদ গত ৩০ জানুয়ারি মারা যান। ১ মাসের মধ্যে না ফেরার দেশে পাড়ি জমালেন ডা. শামসুল আলম।
অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুল আলমের ইন্তেকাল
