প্রেস বিজ্ঞপ্তি:

৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সৈনিক, কক্সবাজার জেলা কৃষক দল এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা জনাব দিদারুল আলম দিদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জননেতা জনাব সালাহউদ্দিন আহমদ।

এক শোকবার্তায় তিনি বলেন- “৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দিদারের ভূমিকা রয়েছে। তার মৃত্যুতে আমি গভীরভাবে সমব্যথী। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী দিদার রাজনীতির পাশাপাশি সমাজসেবার নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। দলের প্রতি তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এছাড়াও শোকবার্তায় মরহুম দিদারুল আলম দিদার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।