ইমাম খাইর, সিবিএনঃ
বাংলাদেশের নবনির্বাচিত ২২তম মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজারের সংরক্ষিত আসনের সাবেক সদস্য ও সিটি কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি অধ্যাপক এথিন রাখাইন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি এথিন রাখাইন।
মহামান্য রাষ্ট্রপতির নতুন কর্মস্থলের সফলতা, নিরোগ এবং সুদীর্ঘ জীবন কামনা করেছেন অধ্যাপক এথিন রাখাইন।
রাষ্ট্রপতিও তাকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির সঙ্গে অধ্যাপক এথিন রাখাইনের শুভেচ্ছা বিনিময়
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
