সংবাদ বিজ্ঞপ্তি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। মঙ্গলবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস ও জিকির উল্লাহ জিকু। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক আমিনুল কবির।

সভায় বক্তারা বলেন, “২১ ফেব্রুয়ারির ভাষা রক্ষার জন্য বাঙালি জাতি যে আন্দোলন করেছিলো সেটির মধ্য দিয়ে জাতির জাগরণ ঘটেছে। পরবর্তীকালে ছয় দফাসহ অন্যান্য আন্দোলনগুলোও সফল হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের জন্য রক্ত ঝরেছে। তাই সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার নিশ্চিত করতে হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবদুর রশিদ মানিক, আশরাফ বিন ইউছুপ, সাদেক হোসেন খোকা, সাহেদুল ইসলাম মুবিন, মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকে।