নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সিটি পাবলিক স্কুল ও সিটি পাবলিক নূরানী একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লাপাড়াস্থ ক্যাম্পাসে অনুষ্ঠান উদ্বোধন করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান।

এরপর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পাশাপাশি দিনব্যাপী আয়োজনে শিক্ষক-অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন।

তিনি শিক্ষার্থীদেরকে দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্কুলের একাডেমিক পরিচালক লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, পূর্ব লারপাড়া মনিরুল উলুম হিফজ ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় মুরব্বি নুরুল আলম।

স্বাগত বক্তব্য দেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আহবায়ক কলিম উল্লাহ।

প্রধান শিক্ষক মোঃ সাহাব উদ্দিনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।