আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি,বিশেষ অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জহীর হোসেন এমএ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী,আওয়ামীলীগ নেতা সোনা আলী ও আবুল কালাম। টেকনাফ পৌরসভার নিবার্হী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিজিবির প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি।

বক্তরা বলেন,বিভিন্ন ইউনিয়ের গুরুত্বপূর্ণ স্টেশন,পৌর শহরে যত্রতত্র স্থানে তরিতরকারি ও মাছ বিক্রি,ভাড়া বাসায় রোহিঙ্গাদের বসবাস, ভাড়া বাসার মালিকদের আইনের আওতায় নিয়ে আসা, রোহিঙ্গাদের ক্যাম্পে কাঁটাতারের ভিতর থেকে বাহিরে না আসা,রোহিঙ্গাদের পণ্যসমূহ পৌর শহরের বাজারে বিক্রি না করা,টেকনাফ পৌর শহরের প্রধান সড়কে যত্রতত্র স্থানে বাস ও বিভিন্ন যানবাহন সমূহ অবস্থান না করা। স্থল বন্দরে ২টি গেইটের মধ্যে মাত্র একটি গেইট ব্যবহার করছে। ফলে প্রধান সড়কে নিত্যদিন যানজট সৃষ্টিতে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
সমাপনী বক্তব্যে সভাপতির গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছেন।