চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল বাইপাস এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল (৩৫) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (২৪ ফেব্রুযারি) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে।
পটিয়া হাইওয়ে থানার এসআই সাইফুল ইসলাম জানান, কক্সবাজারমুখী এমআর ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী মায়ের দোয়া নামে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এমআর ট্রাভেলস এর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খেলে রুবেল নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় আরও ৮ জন। তাদের মধ্যে গুরুতর আহত মোস্তাকিন (২৩) ও মো. আরিফ (২৪) নামে দুইজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।