আবুল কাশেম, রামু:
রামুর চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় জমি জবর দখলের ঘটনাকে কেন্দ্র করে দখলবাজ সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪ব্যাক্তিকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে আহত সোহেলের অবস্থা আশংকা জনক বলে জানা যায়।
গত ১৯ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাটি সংঘটিত হয়েছে চাকমারকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ড তেচ্ছিপুল সিকদারপাড়া এলাকায়। এই ঘটনায় হামলার স্বীকার ব্যাক্তিরা রামু থানায় সন্ত্রাসীদের বিরোদ্ধে এজাহার দায়ের করেছেন।
থানার এজাহার সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার রুমখা পালং ক্লাসপাড়া এলাকার ফরিদুল আলম এর পুত্র মোহাম্মদ সোহেল এর মায়ের ওয়ারিশ সুত্রে পাওয়া জমিতে চাষাবাদের জন্য সেঁচের কাজ করে আসছিলেন। এসময় চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল সিকদার পাড়া এলাকার মনির আহাম্মদ এর পুত্র নবী আলম তার সাঙ্গপাঙ্গ নিয়ে জমির চাষাবাদের কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে মোহাম্মদ সোহেল বাঁধা দেওয়ার বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা মোহাম্মদ সোহেল, পারভিন আক্তার, ইমরানুল হক, শাহিনা আক্তারের উপর লাঠি, ধারালো কিরিচ দিয়ে প্রাণ নাশের উদ্দেশ্যে স্বশস্ত্র হামলা চালায়। নবী আলমের নেতৃত্বে মঞ্জুর আলম, দিদার আলম, আরমানসহ ১৭/১৮জন সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় অংশ নেয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে সোহেলের মাথায় আঘাত করিলে সে গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত সোহেল, পারভিন আক্তার, ইমরানুল হক, শাহিনা আক্তার কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ সোহেলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার শারিরিক অবস্থার ব্যাপক অবনতি হলে বর্তমানে চিকৎসক মোঃ সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।
ঘটনার বিবরনে আরো জানা যায়, নবী আলম গং এর লোকজন মোঃ সোহেল এর মায়ের ওয়ারিশ সূত্রে পাওয়া ভোগ দখলে থাকা জমি জোর পুর্বক দখলে নেওয়ার পায়তারা করে আসছিলো। ইতিপুর্বেও সন্ত্রাসীরা জমির অবৈধ দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
নবী আলম গং এর লোকজন কতৃক জমির বিরোধে জড়িয়ে সন্ত্রাসী কায়দায় একাধিকবার হামলার ঘটনা বেপরোয়া হতে চলছে। এছাড়াও রামুর বিভিন্ন স্থানে জমি বিরোদের ঘটনায় প্রাণ হানির ঘটনায় আইন শৃংখলার চরম অবনতি হচ্ছে। এলাকার সচেতন মহল হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরোদ্ধে তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করে গ্রেফতার পুর্বক শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন।