প্রেস বিজ্ঞপ্তি :
রামুর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মন্ডল পাড়া সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন ও পারিবারিক মিলন মেলা’২৩ শুক্রবার মেরিন ড্রাইভ সড়কের পাশে বাতিঘর রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
এসময় এমপি কমল বলেন, মন্ডলপাড়া সমিতি সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মন্ডল পাড়া সমিতি ইতিমধ্যে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমি মণ্ডল পাড়া সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
রামু মন্ডল পাড়া সমিতির সভাপতি নুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন মন্ডল পাড়া সমিতির সাধারণ সম্পাদক মামুনুল হক মামুন , অর্থ সম্পাদক আজিজুল হক আজু , উপদেষ্টা নুরুল কবির হেলাল, আব্দু ছালাম ভূট্টো, সহ সভাপতি শিক্ষক আনছার উদ্দিন, লোকমানুল হক, সদস্য মাহবুবুল হক সান, কামাল উদ্দিন, আমজাদ আলী, এখলাছ মিয়া, মোহাম্মদ হোসেন, মাইমুনুল হক, সাংবাদিক খালেদ হোসেন টাপু, রামু সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, মন্ডল পাড়া সমিতির সদস্য খোরশেদ আলম, নাজমুল হক নাজু, মোহাম্মদ ফরহাদ, সহ অর্থ সম্পাদক মো: ইউনুচ, শফিউল আলম লালু, জাফর আলম, জিয়াউর রহমান, আরিফ, চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল হক আনু , সৌদি প্রবাসী এসএম আল মাসি, ও
বঙ্গবন্ধু শিশু কিশোর সংগঠন শেখ রাসেলের রামু উপজেলা শাখার সভাপতি রাশেদ আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে মন্ডল পাড়া সমিতির সভাপতির নুর আহমদ, সাধারণ সম্পাদক মামুনুল হক মামুন ও অর্থ সম্পাদক আজিজুল হক আজুকে কে ক্রেষ্ট প্রদান।
এতে আলোচনা সভা, রাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে সন্ধ্যায় এই আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মন্ডল পাড়া সমিতির অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন লাভলু।
সকাল ৯ টায় রামু কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে সৈকত নন্দিনীর অন্যতম পর্যটন স্পট সালসা বীচে অবস্থিত বাতিঘর রিসোর্ট এর উদ্দেশ্যে রওনা হন মন্ডলপাড়া সমিতির সকল সদস্যবৃন্দ।