নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ ফেব্রুয়ারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা, শরীর চর্চা ও নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিউল আলম খোন্দকার, বাংলা বিষয়ের প্রভাষক মোঃ সিরাজুল কবির।

পরে অধ্যক্ষ মহোদয় শিক্ষকমণ্ডলিকে সাথে নিয়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৭২টি পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন।