বার্তা পরিবেশক:

উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সাথে ঘটা অপ্রীতিকর ঘটনার জন্য নিঃশর্তে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন কস্তুরাঘাট এলাকা বাসিন্দা এড. আবদুল খালেক চৌধুরী। এই ঘটনা অনকাঙ্খিত ও ভুল বোঝাবুঝি বলে জানিয়ে তাকে ক্ষমা করার জন্য সাংবাদিকদের কাছে করজোড়ে অনুরোধ করেছেন তিনি।

এই প্রসঙ্গে তিনি বলেন, আমার বসতি উচ্ছেদ করা হলে আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমার মাথায় স্বাভাবিক জ্ঞান ছিলো না। আমি তখন জ্ঞানশূন্য হয়ে পড়ি। এসময় রাগের মাথায় সাংবাদিকদের সাথে আমি অসৌজন্যমূলক আচরণ করে ফেলি। এটি আমি সুস্থ মস্তিষ্ক অবস্থায় করিনি। এতে সাংবাদিকরা আমার উপর ক্ষুব্ধ হন। এটা হওয়া স্বাভাবিক। জাতির বিবেক সাংবাদিকদের সাথে এমন আচরণ করা আমার কোনোভাবে উচিত হয়নি। বিষয়টি আমি পরে অনুধাবন করতে পারি। তা বুঝতে পেরে আমি নিজে নিজে খুবই লজ্জিত ও ব্যথিত হয়েছি। এই অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি সাংবাদিক সমাজের কাছে নিঃশর্তে ক্ষমা প্রার্থণা করছি। আশা করছি সবাই আমাকে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমি শিগগিরই সাংবাদিক ভাইদের সাথে বৈঠক করবো।

আমি একজন আইনজীবি, পাশাপাশি মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান। বর্তমানেও আমি চেয়ারম্যান হিসেবে রয়েছি।

সাংবাদিক ও জনপ্রতিনিধিরা সমন্বয় করে দেশের জন্য, মানুষের জন্য কাজ করি। সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার অবসান করে আমি আপনাদের সাথে সমন্বয় করে ভবিষ্যতে কাজ করে যাবো।’