বার্তা পরিবেশক:

মহেশখালীর অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হোয়ানক ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আগামীকাল রবিবার হোয়ানক ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল।

এতে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন বর্তমান সময়ের দেশবরণ্য আলোচিত বক্তা, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. এনাযেতউল্লাহ আব্বাসী। আরো তাফসীর পেশ করবেন আরেক বক্তা বিশিষ্ট গবেষক ড. লুৎফুর রহমান এবং আরেক তরুণ আলোচিত বক্তা ড. মহিউদ্দিন মাহবুব ও মহেশখালীর মাওলানা আজিজুল হক।

এই তাফসীর সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুরো মাঠজুড়ে বিশালাকার প্যান্ডেল তৈরি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০ হাজার জন সমাগমের লক্ষ্য নিয়ে সব ধরণের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।
এই বিশাল তাফসীর মাহফিল নিয়ে স্থানীয়রা অনেক আনন্দিত।।

হোয়ানক ইসলামি সমাজ কল্যাণ পরিষদ উপজেলা একটি বৃহৎ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার দীর্ঘ ৩০ বছর ধরে এই তাফসীর মাহফিলের আয়োজন করে আসছে সংগঠনটি। এছাড়াও সমাজ বিরোধী ও অনৈসলামিক কর্মকান্ড রোধে প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে হোয়ানক ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।