মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার ছৈয়দ আলম আর নেই। শনিবার ৪ মার্চ রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম শহরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমের নিকটাত্মীয়, আইনজীবী সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মাষ্টার ছৈয়দ আলম কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পের সম্মুখস্থ সিকদার পাড়ার মরহুম আনোয়ার ইসলাম সিকদারের জ্যেষ্ঠ পুত্র এবং মরহুম ফয়েজ আহমেদ সিকদারের নাতি। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে জানা গেছে। মাষ্টার ছৈয়দ আলম সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। মাষ্টার ছৈয়দ আলমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।