আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে গত বুধবার উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় ছমুদা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে শীর্ষ সন্ত্রাসী গিয়াস বাহিনীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।ওই ঘটনায় গুলিবিদ্ধ আহতের ভাই জাকের হোসাইন বাদি হয়ে এজাহারনামী ১১জন ও অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় জসিম উদ্দিন টিপুকে ৫নং আসামি করা হয়েছে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইত্তেফাক ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার পত্রিকার টেকনাফ প্রতিনিধি ছিলেন। তাকে মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৫ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টেকনাফ সাংবাদিক ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক হাফেজ মোহাম্মদ কাশেম, আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম সাইফী, আব্দুস সালাম, ফরহাদ আমিন, মোহাম্মদ সেলিম, সাইফুদ্দিন মোহাম্মদ মামুন,আমিনুল হক বাঁধন, জসিম মাহমুদ, আজিজ উল্লাহ, হেলাল উদ্দিন, সাইফুদ্দিন আল মোবারক, আব্দুর রহমান, নুর মোহাম্মদ, মোহাম্মদ আলমগীর, ইব্রাহিম মাহমুদ, ইকবাল আজিজ, এটিএন ফয়সাল, নুরুল আলম, নোমান হাশিমী প্রমুখ।
এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল হালিম বলেন, ঘটনায় পর গুলিবিদ্ধ গৃহবধূর ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় যাতে কোনো নিরপরাধ কোনো ব্যক্তি হয়রানি শিকার না হয় এ ব্যাপারে পুলিশ অধিকতর তদন্তের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হবে।