সংবাদদাতা
খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার গভর্নিং বডির সহ- সভাপতি আলহাজ্ব নাসির উদ্দীন কোম্পানী (৭৩) মারা গেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সোয়া ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নাসির উদ্দীন কোম্পানী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়া গ্রামের মরহুম সিকান্দর কোম্পানির বড় পুত্র ও ১কন্যা, ২ পুত্র সন্তানের জনক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাইপো আনিসুর রহমান।
তিনি বলেন, মরহুমের মরদেহ বর্তমানে চট্টগ্রাম থেকে বাড়ীর উদ্দেশ্য রওয়ানা হয়েছে। এরপরই জানাযার নামাজের সময় নির্ধারন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তমিজিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মু. ওমর হামজা, খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান ও ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।