নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর সাব রেজিষ্ট্রি অফিসের সাব—রেজিষ্ট্রার একেএম মীর হাসানের আকষ্মিক বদলিতে আমরা মর্মাহত। কক্সবাজার সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে তার আকষ্মিক বদলিতে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি। নেতৃবৃন্দ এ ধরণের সৎ, নির্লোভ এবং নিরহংকার একজন সাব—রেজিষ্ট্রার অতিতে এই সদর রেজিঃ অফিসে ছিল না এবং ভবিষ্যতে আসবেনা বলে মনে করেন এবং তার এই আকষ্মিক বদলিতে কক্সবাজার দলিল লেখকগণ হতাশ হয়েছেন। নেতৃবৃন্দ মনে করেন, তার এই বদলি একটা ষড়যন্ত্রের অংশ। একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন বলে মনে করেন এবং সদর দলিল লেখকবৃন্দ উক্ত সাব—রেজিষ্ট্রার একেএম মীর হাসানের অনাকাঙ্খিত বদলিতে আন্তরিকভাবে দু:খ প্রকাশ করেন এবং তার উত্তরোত্তর সফলতার পাশাপাশি সু—স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন কক্সবাজার সদর লেখক সমিতির সকল সদস্য।