সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজে হীরকজয়ন্তী উৎসবের বাকী আর মাত্র চারদিন। এই উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে তৈরী করা হচ্ছে মঞ্চ ও প্যান্ডেল।
সোমবার সকাল ১১টায় কাজের অগ্রগতি দেখতে যান উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন মঞ্চ ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক মাহমুদুল হক চৌধুরী, দপ্তর উপ-কমিটির আহবায়ক এম এ হাশেম, ইউনুস বাঙ্গালি, স্বপন রায় চৌধুরী, শেখ ইয়াকুব আলী ইমন, কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোহাম্মদ মোস্তাক, মোহাম্মদ আব্দুল্লাহ ও মিজানুর রহমান মিজান। নেতৃবৃন্দ চলমান কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিনের সাথে মতবিনিময় করেন।