পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে পেকুয়ার কমিউনিটি লিডারদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ই মার্চ মঙ্গলবার সকালে পেকুয়া গ্রীণবার্ড কনভেনশন হল রুমে এই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নদী ও প্রাণ-প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর কক্সবাজার জেলা সভাপতি ড.জাকির হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী এফ এম সুমনের সঞ্চলনায় এতে নদী বিষয়ক মুল প্রবন্ধ পাঠ করেন উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায়।
এতে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন খালেদ, বীর মুক্তিযোদ্ধা এড.কামাল হোসেন, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের পেকুয়া শাখার ব্যবস্থাপক শেখ জমির উদ্দিন, রাজাখালী বিআইইউ ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শহীদ উল্লাহ, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের ইংরেজি বিষয়ক প্রভাষক মোহাম্মদ আলম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দিদারুল করিম, পেকুয়া সমবায় ঋণদান সমিতির সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন, চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ছিদ্দিকী, বাপা’ র পেকুয়া প্রতিনিধি দেলোয়ার হোছাইন, সাংবাদিক জালাল উদ্দিন, ব্যাংকার আকিক মামুন, পেকুয়া উপজেলা নোঙর এর সহসভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক আবু ছাদেক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেন্টিষ্ট ছৈয়দ এম এ মুছা, মানবাধিকার কর্মী নুরুল আমিন, ছাত্রী প্রতিনিধি তাসনিমসহ আরো অনেকে।
বক্তব্যে বক্তারা নদী রক্ষায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান। তারা বলেন, নদী দখলকারীরা সমাজের শত্রু তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। বক্তারা পেকুয়ার নদী দখল নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, আজ নোঙর যে আয়োজন করেছে তার মাধ্যমে আমরা চাই পেকুয়ার সকল নদী দখল ও দূষণ মুক্ত হোক।
এতে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন পেকুয়ার আগের নদীর অবস্থা এবং বর্তমান নদীর অবস্থা নিয়ে চরম হতাশা প্রকাশ করে তিনি বলেন, এভাবে বসে থাকলে আগামীকাল নদী থাকবে কিনা আমার সন্দেহ।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইফুদ্দিন খালেদ বলেন, নদী দখলকারীরা কোন দলের হতে পারেনা বর্তমান সরকার চায় দেশের সকল নদী উদ্ধার হোক এসব আন্দোলনে তিনি সবসময় পাশে থাকবেন বলে জানান।
মুল প্রবন্ধে উপজেলা কৃষি কর্মকর্তা তপন কুমার রায় বলেন, নদী আমাদের পরিবেশ এবং আমাদের বাচিঁয়ে রেখেছে। নদী বিলুপ্ত হলে দেখা যাবে চাষাবাদ বন্ধ হয়ে যাবে তাহলে মানুষ খাবে কি? তিনি নদী রক্ষায় সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
বৈঠক শেষে বক্তারা পেকুয়া বাজারের পাশের দখল দূষণের শিকার কহলখালী খাল পরিদর্শন করেন এবং খালে নেমে দখল ও দূষণের বিরুদ্ধে প্রতীকী মানববন্ধন করে প্রতিবাদ জানান। এতে নদী ও প্রাণ প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর ও পরিবেশ আন্দোলন বাপা’র নেতৃবৃন্দ যোগ দেন। বৈঠকে পেকুয়ার প্রায় সকল স্থরের কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গোল টেবিল বৈঠকে নোঙর পেকুয়া উপজেলা সভাপতি ইসলাম খান উপস্থিত সকলকে প্রবাস থেকে ধন্যবাদ জানান।