নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ মোহাম্মদীয়া থাই এ্যালুমিনিয়ামের দ্বিতীয় শাখা আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ মার্চ) রাতে শহরের কলাতলীর অভিজাত আবাসিক হোটেলের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাকা ইন্ডাস্ট্রিজ প্রা. লিমিটেডের (নিও এ্যালুমিনিয়াম) চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা মানের সাথে আপস করি না। তাই অল্প সময়েই নিও এ্যালুমিনিয়ামের পণ্য সারাদেশে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। অনেক পুরাতন কোম্পানিকে পেছনে ফেলে নিওর ডোর প্রথম স্থানে। আমাদের আরো সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।

কাজ করতে গিয়ে কোন ফেভরিকেটর দুর্ঘটনার শিকার হলে তার পাশে দাঁড়াব। সর্বোচ্চ সহযোগিতা দিব।

মোহাম্মদীয়া থাই এ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী ও নিও এ্যালুমিনিয়ামের ডিলার আবছার আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাকা ইন্ডাস্ট্রিজ প্রা. লিমিটেডের জিএম আবদুল মান্নান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেন।

অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শেখ মুহাম্মদ রাকিক।

ইসলামের দৃষ্টিতে ব্যবসার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন মাওলানা হাফেজ রমিজ উদ্দিন।

দুর্ঘটনার শিকার ফেভরিকেটরের পরিবারকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ায় কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান আবছার আলী শেখ। সেই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে আন্তরিক সহযোগিতার জন্য লারপাড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

খুরুশকুল রাস্তার মাথার থাই টেকের স্বত্বাধিকারী ইব্রাহিম মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উখিয়া কোর্ট বাজারের এস আলম গ্লাসের মালিক শাহ জালাল, বাস টার্মিনালের জমজম থাইয়ের মালিক রমজান আলী মানিক, মেহেদী থাই ফ্যাশনের মালিক মনির হোসেন মুন্না দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন।

তাদের যৌক্তিক দাবিসমূহ পূরণ করতে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা থাকবে বলে জানান প্রধান অতিথি আলহাজ্ব রফিকুল ইসলাম।

সুন্দর আচরণ ও যথাযথ সেবা প্রদানের জন্য মোহাম্মদীয়া থাই এ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী আবছার শেখকে ধন্যবাদ দিয়েছেন ব্যবসায়ীবৃন্দ।

নিও এ্যালুমিনিয়ামের ব্যবসা সম্প্রসারণে যারা ভূমিকা রেখেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ডিলার আবছার শেখ।