নিজস্ব প্রতিবেদক
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ মার্চ) শহরের কালুর দোকানস্থ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম।
তিনি বলেন, মানসিক বিকাশ ও সুস্থতার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অভিভাবকদের যথেষ্ট সচেতন হতে হবে।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান ডঃ মীম আতিকুল্লাহর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তানযীমুল উম্মাহ কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকান, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শাখা প্রধান ক্বারি ইয়াহিয়া মানিক।
কো-অর্ডিনেটর মোহাম্মদ শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।