নিজস্ব প্রতিবেদক:
ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসার দস্তারে ফজিলত সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ মার্চ) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মুক্তার ম্যানশনস্থ মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবদুল হক।
তিনি বলেন, কুরআন মুখস্ত করে ধরে রাখা কঠিন। অবহেলার কারণে অনেক ভালো হাফেজও ছিটকে পড়ে। এ জন্য হাফেজদের খুব বেশি মেহনত করতে হবে।
প্রতিদিন অন্তত ১ পারা তিলাওয়াত করার পরামর্শ দেন হাফেজ আবদুল হক।
ইছলাহুল উম্মাহর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ক্বারী মাওলানা আলমগীর হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার রহমানিয়া মাদরাসার পরিচালক মুফতি মাওলানা সোলাইমান কাসেমী, মাদরাসা যায়েদ বিন সাবিত (রা) এর পরিচালক হাফেজ মুবিনুল হক ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর।
এর আগে সকালে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পাহাড়তলী হালিমা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ গোলাম সোবহান।
কক্সবাজার দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি,তারতিলুল কুরআন মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা সরওয়ার আলম, হিমছড়ি তালিমুল কুরআন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামসুল আলম, কক্সবাজার ঈদগাহ জামে মসজিদ কমিটির সেক্রেটারি মুক্তার আহমদ, পেশ ইমাম মাওলানা আবদুল কাইয়ুম, দন্ত চিকিৎসক ওবাইদুল্লাহ ওবাইদ ও পালংটিভির মো. ইয়াকিন বিশেষ অতিথি ছিলেন।
শিক্ষক বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে গিয়াস উদ্দিন, হাফেজ ইলিয়াছ, হাফেজ আবদুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মিছবাহ উদ্দিন ও হাফেজ আবদুর রহিম। বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসার ৬ জন ছাত্রকে এ বছর ‘দস্তারে ফজিলত’ প্রদান করা হয়।
তারা হলেন, কক্সবাজার সদরের চৌফলদন্ডির বদিউল আলম আমিরের ছেলে সজিব মো. আমির, রামুর কচ্ছপিয়া তিতারপাড়ার মো. মোস্তাক আহমদের ছেলে মো. মিনহাজুল আবেদিন, পটিয়া শোভনদন্ডি লাউয়েরখীলের মো. ছৈয়দুল আরফের ছেলে মো. এহসান আরফ, বাঁশখালী শরল এলাকার মো. মুফিজুর রহমানের ছেলে মো. ওসমান গনি, লোহাগাড়া আধুনগর রোববান পাড়ার মো. আবদুর রহমানের ছেলে ওবায়দুর রহমান ও টেকনাফ হোয়াইক্যং নয়াবাজারের মো. নুরুল হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম।
কুরআনের পাখিদের দস্তারে ফজিলত ও সনদ প্রদানের পাশাপাশি তাদের অভিভাবকদের সম্মাননা ক্রেস্ট দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
সুন্দর ও সুশৃঙ্খল একটি অনুষ্ঠান আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রিন্সিপাল ক্বারী মাওলানা আলমগীর হোছাইন।