প্রেস বিজ্ঞপ্তি:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজার জেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯ টায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আর বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, বাঙালি জাতির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভালোবাসা নিঃস্বার্থ ছিল। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখে গিয়েছেন ‘মানবসভ্যতার সকল কিছুর সাথেই আমি সম্পৃক্ত। কিন্তু বাঙালির সকল বিষয় আমাকে ভাবায়। বাঙালির প্রতি অকৃত্রিম ভালোবাসাই হলো আমার জীবন ও রাজনীতির উৎস’। বাঙালি জাতির প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসা তিনি কোনো কিছুর বিনিময়ে নয়। এই ভালোবাসা ছিল নিঃস্বার্থ।

মুজিবুর রহমান বলেন, আজকের প্রজন্ম কে মানবিক গুণাবলী সম্পন্ন স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে জাতির পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর যোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্মার্ট কক্সবাজার গড়তে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দরকার। তাই সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনের কঠিন বৈতরনী পার করতে সংগঠন কে সু সংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, বাঙালি জাতির রাষ্ট্রের নির্মাতা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কে আজকের নতুন প্রজন্ম কে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান করছেন, তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট কক্সবাজার গড়তে জননেত্রী শেখ হাসিনার প্রয়োজন রয়েছে।