নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে বিশেষায়িত স্কুল অরুণোদয় প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। পরে শিশুদের অংশগ্রহণে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে কক্সবাজার জেলা আওয়ামীলীগ।

এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করে পৌর আওয়ামী লীগ। সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।