মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার প্রথম বেসরকারি নার্সিং ইনস্টিটিউট দি কক্স মডেল নার্সিং ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষা বর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি কোর্সের শিরাবরণ অনুষ্ঠান জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২৩ মার্চ কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরায় অবস্থিত ইনস্টিটিউটের হল রুমে অধ্যক্ষ সুশীলা রানী সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত শিরাবরণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মহিউল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দৈনিক হিমছড়ি পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাবেক সাধারণ সম্পাদক হাসানুর রশিদ হাসান ও ইন্সটিটিউটের চেয়ারম্যান সেলিম উল্লাহ সুজন প্রমুখ।

কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের শির আবরণ করে ক্যাপ ও বেজ পরিয়ে জলন্ত মোমবাতি হাতে শপথ পাঠ করান অধ্যক্ষ সুশীলা রানী সাহা। এসময় প্রতিষ্ঠানের ইন্সট্রাকটর শামসুন্নাহার, মাহফুজুল ইসলাম, প্রদর্শক মোহাম্মদ আবদুল্লাহ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিরাবরণ অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে নার্সিং এর থিমসং পরিবেশন করা হয়।

ইন্সটিটিউটের শিক্ষার্থী খাইরুন্নামা শেফা ও মোহাম্মদ আবদুল্লাহ’র নান্দনিক সঞ্চালনায় শিরাবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সিং পেশা একটি মানবিক, প্রকৃত সেবাধর্মী মহান পেশা। নার্সিং শিক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পেশাগত জীবনে নীতিনৈতিকতা, পেশার মান ও মর্যাদা সুরক্ষা করতে শিক্ষার্থীদের সচেষ্ট থাকার জন্য বক্তারা আহবান জানান।

কক্সবাজারে বেসরকারি পর্যায়ে সর্বপ্রথম নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম উল্লাহ সুজন কক্সবাজারবাসীর প্রাণের দাবি পূরণ করেছেন। দি কক্স মডেল নার্সিং ইনস্টিটিউট কক্সবাজারে নার্স, মিডওয়াইফারি ও স্বাস্থ্য কর্মীর অভাব পূরণে, প্রশিক্ষিত মানসম্পন্ন স্বাস্থ্যকর্মী সৃষ্টিতে, জেলার স্বাস্থ্য সেবায় অপরিসীম ভূমিকা রাখবেন বলে বক্তরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংগীত, কৌতুক, আবৃত্তি, নৃত্য সহ জমকালো আয়োজনের মাধ্যমে শিরাবরণ অনুষ্ঠানকে বেশ নান্দনিক ও উপভোগ্য করে তুলেন। দি কক্স মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে মেধারক্রমে স্থান করে নিয়েছে বলে জানান, ইনস্টিটিউটের চেয়ারম্যান সেলিম উল্লাহ সুজন।