সংবাদ বিজ্ঞপ্তি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরবাসীকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে স্বাগত মিছিল করেছে কক্সবাজার পৌরসভা। বিকেলে পৌর ভবন চত্বর থেকে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হওয়া এই র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এসময় মেয়র বলেন, ‘সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে মুসলিম ওম্মাহের মাঝে আবারও সমাগত। পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনি কক্সবাজার পৌরবাসীসহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানিয়ে মেয়র মুজিব আরো বলেন, অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। তাই মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় এই মাসটি। নগর পিতা পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানান মেয়র মুজিবুর রহমান।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কক্সবাজার পৌরসভার র্যালী
