প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড: গোলাম মোস্তফা চৌধুরীর স্ত্রী, অ্যাডভোকেট রাবেয়া বেগম অদ্য ২৫ মার্চ (শনিবার) ভোর ৫.৪৫ মিনিটের সময় অসুস্থতাজনিত কারণে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ নামক স্থানে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র, ১ কন্যা ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ২৫ মার্চ (শনিবার), তারাবি নামাজ শেষে বাংলাবাজার ছুরতিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাড: গোলাম মোস্তফা চৌধুরীর স্ত্রী, অ্যাডভোকেট রাবেয়া বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।