প্রকাশিত :
মার্চ ২৩, ২০২৩
রুবিনা পারভিন: ব্যাপক উৎসাহ—উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে জারা আন্তঃ ব্যাডমিন্টন টুর্নামেন্ট—২০২৩। বৃহস্পতিবার জারা কনভেনশন হল প্রাঙ্গণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় খালেক—রহিম জুটি বনাম আরমান—হিরু জুটি। এতে শ্বাসরুদ্ধকর ফাইনালে আরমান—হিরু জুটিকে ২—১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খালেক—রহিম জুটি।